শনিবার, ১২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রূপগঞ্জে র‌্যাবের অভিযান, ২৩ মামলার আসামি নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদক কারবারিদের গুলিতে ২৩ মামলার আসামি শাহিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গুলির ঘটনা ঘটলেও ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করে র‌্যাব। ঘটনাস্থল থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল বিকালে উত্তরা র‌্যাব-১-এর সিপিসি-১-এর পুলিশ পরিদর্শক (শহর ও যান) আশরাফুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছেন।

র‌্যাব কর্মকর্তা আশরাফুজ্জামান জানান, বৃহস্পতিবার দুপুরে তারা জানতে পারেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বালুর মাঠে মাদক কারবারিরা বড় চালান বিক্রি ও হস্তান্তরের জন্য অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে র‌্যাব-১-এর বিশেষ দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছোড়ে। জানমাল রক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। ১০-১৫ মিনিট গুলি বিনিময় হয়। এ সময় র‌্যাব-১-এর সদস্য এএসআই আসাদুল ইসলাম, নায়েক আমির হোসেন, করপোরাল গানার সোহেল মিয়া ও নায়েক আরিফুল ইসলাম আহত হন। একপর্যায়ে মাদক কারবারিরা গুলি করতে করতে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা দেখেন শাহিন নামে এক মাদক কারবারি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। তাকে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। র‌্যাব জানায়, মাদক কারবারিদের গুলিতে মৃত্যু হয়েছে শাহিনের।

সর্বশেষ খবর