শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কক্সবাজার সৈকতে এত মৃত মাছ কেন

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সৈকতে এত মৃত মাছ কেন

কক্সবাজারে সমুদ্রে ঢেউয়ের সঙ্গে ভেসে আসছে বিপুল পরিমাণ মৃত মাছ। গতকাল সারা দিন এভাবে মাছ ভেসে এসেছে এবং তা সৈকতে সারিবদ্ধভাবে জমা হচ্ছে। ভেসে আসা মৃত মাছের মধ্যে রয়েছে চামিলা, পোপা, ছুরি। স্থানীয় লোকজন বালুচর থেকে মাছগুলো সংগ্রহ করে বাড়ি নিয়ে যাচ্ছেন। তবে মৎস্য বিশেষজ্ঞরা হঠাৎ এত মাছ ভেসে আসার কারণ বুঝতে পারছেন না।

স্থানীয়দের কয়েকজন জানান, ডায়াবেটিস হাসপাতাল পয়েন্টসংলগ্ন সৈকতের বালুচর মাছে ভরপুর। ছোট ছোট ছেলেমেয়ে মাছ কুড়িয়ে নিয়েছে। মাছগুলো তখনো তাজা ছিল। বেশির ভাগ মাছই চামিলা। এ ছাড়া রয়েছে পোপা, ছুরি, ফাইস্যাও। এসব মাছ বাজারে প্রতি কেজি ১৫০-২২০ টাকায় বিক্রি হয়। আবার শুঁটকি হিসেবে প্রতি কেজি ৩৫০-৫০০ টাকায় বিক্রি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকে সৈকতের সমিতিপাড়া, ডায়াবেটিস হাসপাতাল, শৈবাল  ও লাবণী পয়েন্ট পর্যন্ত দুই কিলোমিটার বালুচরে ভরপুর ছিল ছোট আকৃতির ভেসে আসা মাছে। দুপুর পর্যন্ত কয়েক শ নারী-পুুরুষ বালুচর থেকে অন্তত ১৫০ মণ মাছ সংগ্রহ করে বাড়িতে নিয়ে গেছেন। মৎস্য বিভাগের কোনো কোনো কর্মকর্তা ও ট্রলার মালিকদের ধারণা, গভীর সাগরে মা চিংড়ি ধরার ট্রলিং জাহাজ থেকে ছোট মাছগুলো ফেলে দেওয়া হতে পারে, যা জোয়ারের পানিতে ভেসে সৈকতে উঠে আসছে। অথবা শুঁটকি করার জন্য মাছগুলো ট্রলিং জাহাজ থেকে কিনে ছোট কোনো নৌকা উপকূলে নিয়ে আসছিল। ঢেউয়ের ধাক্কায় নৌকা ডুবে গেলে মাছগুলো ভেসে সৈকতের বালুচরে উঠছে। এদিকে সৈকতে মাছ ভেসে আসার খবর পেয়ে মৎস্য বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাছের নমুনা সংগ্রহ করে এবং মাছ ভেসে আসার কারণ অনুসন্ধানে নামে। তারা মাছের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর