শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ঐক্যের শক্তিতে বিএনপি নেতা-কর্মীরা উজ্জীবিত

----- রহিম নেওয়াজ

ঐক্যের শক্তিতে বিএনপি নেতা-কর্মীরা উজ্জীবিত

নাটোর জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ বলেছেন, দলীয় ঐক্যের শক্তিতে নাটোরের রাজপথে এখন নেতা-কর্মীরা উজ্জীবিত। সরকার পতনই বিএনপির বর্তমান আন্দোলনের মূল লক্ষ্য। নাটোর বিএনপির দুর্গ বলে পরিচিত। প্রতিটি কর্মসূচিতে নেতা-কর্মীর ঢল নেমেছে। হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন উপেক্ষা করে নেতা-কর্মীরা মাঠে রয়েছেন। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি আরও বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল। দলেও এর চর্চা রয়েছে। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে জেলার শীর্ষ নেতৃত্ব বাছাই করা হয়েছে। জেলার সাত উপজেলা ও আট পৌরসভায় কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব বাছাই করা হয়েছে। ওয়ার্ড কমিটিও গঠন করা হচ্ছে। নির্বাচন সামনে রেখে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে চাই আমরা।’ রহিম নেওয়াজ বলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জেলা হিসেবে নাটোরে বিএনপির সাংগঠনিক ভিত অনেক দৃঢ়। জেলায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ ছিল, আছে, থাকবে।

তিনি বলেন, দলে বিভক্তি নেই। সবাই যার যার অবস্থান থেকে দলের জন্য কাজ করছেন। দলে ঐক্য আরও শক্তিশালী হয়েছে। এ ঐক্যই বিএনপির বড় শক্তি। এ ঐক্যের শক্তিতে রাজপথে নেতা-কর্মীরা উজ্জীবিত। নেতা-কর্মীদের নামে শত শত মামলা রয়েছে। তার পরও নেতা-কর্মীরা এখন রাজপথমুখী।

সর্বশেষ খবর