মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জেলার সব আসন পাবে আওয়ামী লীগ

আবদুস সালাম

জেলার সব আসন পাবে আওয়ামী লীগ

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, ‘জেলায় আমাদের নেতা-কর্মীরা যথেষ্ট ঐক্যবদ্ধ। নির্বাচন সামনে রেখে তারা প্রাণপণ কাজ করে চলেছেন। এর প্রতিফলন পাওয়া যাবে আগামী জাতীয় নির্বাচনে। মানিকগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। জেলার সব কটি আসনই পাবে আওয়ামী লীগ।’ বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। আবদুস সালাম বলেন, ‘জেলা আওয়ামী লীগ এখন কাউন্সিল নিয়ে ব্যস্ত। ২৪ নভেম্বর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এর আগে ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন আর সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় আমাকে। আমরা দলকে শক্তিশালী একটা জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছি।’ তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মানিকগঞ্জে আওয়ামী লীগে দুঃসময় চলে আসে। আজ সেই অবস্থা আর নেই। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দল আজ সুসংগঠিত। আওয়ামী লীগ আজ মানিকগঞ্জে সবচেয়ে শক্তিশালী দল। জেলার তিনটি আসনেই বিপুল ভোটে জয়ের আশাবাদী আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, জেলার সবগুলো উপজেলা পরিষদের চেয়ারম্যান এখন আওয়ামী লীগের। দু-চারটি ছাড়া সব ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন। জেলার মানুষ আওয়ামী লীগকে চান বলেই এটি সম্ভব হয়েছে। তিনি বলেন, এ সরকারের সময় জেলায় যে উন্নয়ন হয়েছে অতীতে কখনো হয়নি। জনগণ এখন নৌকা ছাড়া কিছুই বোঝে না। বাংলার মানুষ উন্নত বাংলাদেশ গড়তে শেখ হাসিনাকেই ক্ষমতায় আনতে চায়। আবদুস সালাম বলেন, আগে মানিকগঞ্জে চারটি আসন ছিল। এখন তিনটি আসন করা হয়েছে। মানিকগঞ্জবাসীর দাবি, নির্বাচনের আগে মানিকগঞ্জে চারটি আসনের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি বৃহৎ দল। জেলায় নেতা-কর্মীদের মধ্যে কিছুটা ভুল-বোঝাবুঝি থাকতে পারে। তবে বড় ধরনের কোনো কোন্দল নেই। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ।’

সর্বশেষ খবর