মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

কাজ দেখিয়ে জনগণের কাছে যাব : কাদের

কুমিল্লা প্রতিনিধি

কাজ দেখিয়ে জনগণের কাছে যাব : কাদের

ভোটের জন্য জনগণের কাছে যাওয়ার ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা আমাদের কাজ দেখিয়ে জনগণের কাছে যাব, বিএনপির মতো কথামালার চাতুরী নিয়ে যাব না।

গতকাল কুমিল্লা সেনানিবাসে সশস্ত্রবাহিনী দিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি একথা বলেন।  তিনি উল্লেখ করেন, শেখ হা?সিনার মতো নেতা না থাক?লে এ দে?শে উন্নয়ন হয় না, তা প্রমা?ণিত সত্য। জনগণকে দেখানোর জন্য আমাদের অনেক কাজ আছে। এটা নিয়েই আমরা জনগণের কাছে যাব। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, সিলেটে বিএনপির সমা??বেশে যা লোক হয়েছে, ঢাকার উত্তরায় আমাদের শান্তি সমাবেশে তার দেড় গুণ বেশি মানুষ হয়েছে। এটা মিলিয়ে দেখুন, এতেই বুঝবেন কার পায়ের তলায় মাটি আছে, কার নেই। তিনি বলেন, জনপ্রিয়তা যাছাইয়ের মানদণ্ড হচ্ছে নির্বাচন। তারা নির্বাচন আসুক, সেখানেই প্রমাণ হবে দেশের মানুষ কাকে চায়, কাকে চায় না। দেশের মানুষ নির্বাচনেই এ সিদ্ধান্ত দেবেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদল কর্মীর মৃত্যু সম্পর্কে বলেন, ছাত্রদলের কর্মীরা পুলিশের ওপর আগে হামলা করেছে, তাদের পোশাক ধরে টানাহেঁচড়া করেছে ও অস্ত্র কেড়ে নিয়েছে, তখন পুলিশ আত্মরক্ষার্থে বাধ্য হয়েই গুলি চালিয়েছে। সেনানিবাসের এমআর চৌধুরী প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, সশস্ত্রবাহিনী আমাদের দুর্যোগের বন্ধু। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সশস্ত্রবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ সময় উপস্থিত ছিলেন ৩৩ পদাতিক ডিভিশন জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মো. মাইনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান এমপি, রাজি মোহাম্মদ ফখরুল এমপি, নাসিমুল আলম নজরুল এমপি, ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, নিজাম উদ্দিন হাজারী এমপি, এইচ এম ইব্রাহিম এমপি, আঞ্জুম সুলতানা এমপি, এরোমা দত্ত এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি এমপি, ফরিদা আলম সাকী এমপি, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার আবদুল মান্নানসহ কুমিল্লা-ফেনী-চাদঁপুর-নোয়াখালী-ব্রাহ্মণবাড়িয়া-লক্ষ্মীপুর জেলার রাজনৈতিক ব্যক্তিত্বসহ বীর মুক্তিযোদ্ধা, সেনা ও প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তারা। অনুষ্ঠানে ৯৪০ জন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সর্বশেষ খবর