মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নয়াপল্টনেই ১০ ডিসেম্বর সমাবেশ হবে : ফখরুল

সারা দেশে বিক্ষোভ আজ

নিজস্ব প্রতিবেদক

নয়াপল্টনেই ১০ ডিসেম্বর সমাবেশ হবে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘১০ ডিসেম্বর ঢাকার নয়াপল্টনেই বিএনপির বিভাগীয় জনসমাবেশ হবে’ ঘোষণা দিয়ে বলেছেন, ‘একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, কুমিল্লায় ২৬ নভেম্বর, রাজশাহীতে ৩ ডিসেম্বর এবং ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় সমাবেশগুলো প্রতিটি নির্ধারিত দিনে যথাসময়ে ঘোষিত স্থানেই হবে।’

গতকাল বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘সরকারের উচিত হবে এ সমাবেশগুলোয় বাধা প্রদান না করা এবং নিজেদের এভাবে একেবারে হাস্যকর অবস্থায় না নিয়ে যাওয়া। যখন তারা বলে যে, আমরা সুন্দর ব্যবস্থা করছি, সমাবেশকে সমর্থন করছি, সহযোগিতা করছি তখন লোকে হাসে। মানুষজন তো প্রতিটি খবর রাখে। এখন তো ওই দিন নেই যে, সরকার যা বলে সব বিশ্বাস করতে হবে। এখন সোশ্যাল মিডিয়া দিয়ে মানুষ মুহূর্তের মধ্যে সমস্ত খবর পেয়ে যায়।’

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতা নয়ন মিয়া হত্যার প্রতিবাদে আজ বিক্ষোভের ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা ও মহানগরে এ বিক্ষোভ করা হবে। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে বাঞ্ছারামপুর বাজারে গত শনিবার লিফলেট বিতরণের সময় পুলিশের গুলিতে নিহত হন উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নয়ন মিয়া।

সর্বশেষ খবর