মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

১৮ দিনের রেমিট্যান্স ১০৬ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক

চলতি নভেম্বরের প্রথম ১৮ দিনে প্রায় ১০৬ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১০৭ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা। প্রবাসী আয়ের এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসের পুরো সময়ে ১৭৬ কোটি ডলার ছাড়িয়ে যাবে। অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২১ বিলিয়ন ডলারে।

রাষ্ট্র মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ৮২ লাখ ডলার। বেসরকারি ব্যাংক খাতে এসেছে ৮৪ কোটি ৩৯ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ লাখ ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে সবচেয়ে বেশি ২৭ কোটি ২২ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। নভেম্বরের ৭ তারিখে রিজার্ভ থেকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১৩৫ কোটি ডলার পরিশোধ করা হয়। পাশাপাশি আমদানি দায় মেটাতে ১৩ কোটি ১০ লাখ ডলার বিক্রি করা হয় রিজার্ভ থেকে। ফলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩ হাজার ৪৩০ কোটি ডলারে নেমে আসে।

সর্বশেষ খবর