মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মঞ্জিলে ঠাঁই হয়নি বাবার, ছাদে টিনের ঘরে বসবাস

ফারুক আল শারাহ, লাকসাম

মঞ্জিলে ঠাঁই হয়নি বাবার, ছাদে টিনের ঘরে বসবাস

কুমিল্লার লাকসামে ছেলে সামছুল হক প্রবাসী ব্যবসায়ী। স্ত্রী শাহিদা আক্তারকে নিয়ে নিজ নামে তৈরি করেছেন ‘হক মঞ্জিল’। পাঁচ তলা ভবনের তৃতীয় তলায় বসবাস তাদের। অন্যদিকে বুদ্ধিপ্রতিবন্ধী অসুস্থ বাবাকে রেখেছেন ভবনের ছাদে মুরগির খামারের সঙ্গে ছোট্ট টিনের ঘরে। সেখানে আছে ভাঙা টিনের ঘর, নিচে চটের বিছানা আর কিছু পানির বোতল। ময়লা, দুর্গন্ধ, মশার কামড় জোটে তার কপালে। লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজে রোড ও পশ্চিমগাঁও পুরান বাজার এলাকার বাসিন্দা ইয়াকুব আলী (৮০)। উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও গ্রামের নিজের বাড়িতে স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়ে নিয়ে থাকতেন তিনি। ২০০৬ সালে স্ত্রীর মৃত্যুর পর অসুস্থ হয়ে পড়েন ইয়াকুব আলী।  বড় ছেলে প্রবাসী সামছুল হক ২০০৭ সালে লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও পুরান বাজার এলাকায় ৭ শতক সম্পত্তির ওপর একটি ভবন নির্মাণ করেন। নাম দেন ‘হক মঞ্জিল’। ছেলে সামছুল হক ভবনের তিন তলায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন। পাঁচতলা ভবনের ছাদের ওপর একটি টিনের ঘরে রেখেছেন তার বৃদ্ধ বাবাকে। ঘরের একপাশে মুরগির খামার, অপর পাশে বস্ত্রহীন অবস্থায় পড়ে থাকেন ইয়াকুব আলী। চটের বিছানার আশপাশে দুর্গন্ধ ও ব্রয়লার মুরগির ময়লা। বৃদ্ধের ছেলের স্ত্রী শাহিদা আক্তার বলেন, শ্বশুর দীর্ঘদিন ধরে অসুস্থ। শ্বশুরের মস্তিষ্কে সমস্যা দেখা দেওয়ার পর থেকে সার্বক্ষণিক ওষুধ ও দেখাশোনা করেন তিনি। কতদিন ধরে ছাদে রাখা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ১-২ মাস হবে। এর আগে আমাদের রুমে থাকতেন তিনি। তাছাড়া তাকে ঘরের মধ্যে রাখা যায় না, মাথায় সমস্যার কারণে সবকিছু ওলটপালট করেন। মোবাইলে কথা হয় বৃদ্ধের বড় ছেলে সামছুল হকের সঙ্গে। তিনি বলেন, আমার বাবার মাথায় সমস্যা; ঠিকমতো কাপড় পরেন না। কোনোভাবেই ডাক্তারের কাছে নেওয়া যায় না। লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবু ছায়েদ বাচ্চু বলেন, ব্যক্তিগতভাবে ওই বৃদ্ধকে প্রায়ই এলাকায় দেখতাম। গত কয়েক মাস ধরে দেখি না। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন বলেন, বৃদ্ধ বাবাকে বাসায় নিয়ে আসার জন্য সময় দেওয়া হয়েছে। তারা দায়িত্ব পালন না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর