বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ফুটবলের প্রতি ভালোবাসা

বড় পর্দায় বিশ্বকাপ

নিজস্ব প্রতিবেদক

ফুটবলের প্রতি ভালোবাসা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে গতকাল বড় পর্দায় খেলা দেখতে ভিড় -জয়ীতা রায়

চার বছর অপেক্ষার পর আবারও শুরু ফুটবলের বিশ্বযুদ্ধ। বিশ্বকাপ উন্মাদনায় মেতেছেন ফুটবলপ্রেমীরা। প্রিয় দলের জার্সি গায়ে পাড়া-মহল্লায় চলছে দলবেঁধে খেলা দেখার আয়োজন। চলছে সমর্থকদের মধ্যে মিষ্টি বাগ্যুদ্ধ। ফুটবলপ্রেমীদের এ আবেগের সঙ্গী হয়ে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর আয়োজন করেছে রাজধানীর অভিজাত শপিং মল বসুন্ধরা সিটি। গতকাল বিকাল ৪টায় আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ শুরুর আগেই বসুন্ধরা সিটির সামনে ভিড় করেন হাজার হাজার ফুটবলপ্রেমী। দর্শকের উপচে পড়া ভিড় সিটি কম্পাউন্ড ছাড়িয়ে চলে যায় সড়কে। সে ভিড়ে ছিল আকাশি-সাদা আর্জেন্টাইন জার্সি পরিহিত দর্শকের সমাগম। কিছুক্ষণ পরপরই দর্শকের উল্লাস শোনা যাচ্ছিল কারওয়ান বাজার থেকেও।

ফার্মগেট থেকে ছয় বন্ধুর সঙ্গে খেলা দেখতে আসা তৌফিকুর রহমান বলেন, ‘বসুন্ধরা সিটি একটা ভালো উদ্যোগ নিয়েছে। বিশ্বকাপ খেলা ঘরে বসে ছোট পর্দায় একা একা দেখে মজা নেই। প্রতিপক্ষ না থাকলে খেলার আনন্দ থাকে না। এখানে আর্জেন্টিনাকে যারা পছন্দ করেন না তারা সৌদি আরবকে সমর্থন করছেন। এ ছাড়া রাস্তায় চলাচলরত লোকজনও খেলা দেখার সুযোগ পাচ্ছে।’ বসুন্ধরা সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসী যেন একসঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে পারেন সেজন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা পর্যন্ত বড় পর্দায় খেলা দেখার সুযোগ পাবেন নগরের ফুটবলপ্রেমীরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর