বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নিউইয়র্কে গাঁজা বিক্রিতে লাইসেন্স

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

ব্রুকলিন বাদে নিউইয়র্ক সিটির ম্যানহাটান, ব্রঙ্কস, কুইন্স ও স্ট্যাটেন আইল্যান্ড বরোর ২৮ ডিসপেনসারি এবং নয়টি স্বেচ্ছাসেবক সংগঠনকে গাঁজা বিক্রির লাইসেন্স দেওয়া হয়েছে। নিউইয়র্ক স্টেট পার্লামেন্ট সোমবার এ অনুমোদন দেয়। আনুষ্ঠানিকভাবে গাঁজা বিক্রির জন্য ডিসপেনসারি নির্দিষ্ট করার এটাই প্রথম ঘটনা। আলবেনীর একটি ফেডারেল কোর্টের বিচারক নভেম্বরের প্রথম দিকে প্রদত্ত রুলিংয়ে ব্রুকলিন বরো ছাড়াও সিরোক্যুস, রচেস্টার এবং বাফেলো এলাকায় গাঁজা বিক্রির জন্য ডিসপেনসারি নির্দিষ্টকরণের বিরুদ্ধে মত দিয়েছেন। সেটি বহাল রেখেই স্টেট পার্লামেন্ট বিষয়টির অনুমোদন দিল। মামলাটি করেন মিশিগানে গাঁজা বিক্রির জন্য দন্ডিত এক ব্যক্তি। মামলার আবেদনে তিনি উল্লেখ করেছেন, ডিসপেনসারি নির্দিষ্ট করা হলে বাইরের স্টেটের লোকজনের পক্ষে গাঁজা কেনা কঠিন হয়ে পড়তে পারে। নিউইয়র্ক স্টেট গাঁজা নিয়ন্ত্রণ বোর্ড ২১ নভেম্বর এ অনুমোদন দেয়। এ সময় গাঁজাকে ব্যাপকভাবে বাজারজাত করার জন্য আরও কিছু সুপারিশ করেছে।

উল্লেখ্য, গাঁজা বিক্রির লাইসেন্সের জন্য ইতোমধ্যে ৯০৩ জন আবেদন করেছেন। যাদের প্রায় সবাই গাঁজা কেনা ও সেবনের জন্য জেল-জরিমানার শিকার হয়েছেন। তাদের যুক্তি এটি অর্থকরি পণ্যে পরিণত হবে। কারণ, গাঁজা সেবনকারীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়েছে। এক সময় কেবল কৃষ্ণাঙ্গরাই গাঁজায় আসক্ত থাকলেও সময়ের পরিক্রমায় হিসপ্যানিক, এশিয়ানরাও তালিকায় উঠেছে।

সর্বশেষ খবর