সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
অষ্টম কলাম

পতাকা চুরির অভিযোগে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে আর্জেন্টিনার পতাকা চুরি নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে লালমিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমজান আলী সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।  এর আগে শনিবার রাতে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের সামুটারি এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে কয়েক দিন ধরে দুই দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। শনিবার রাতে আর্জেন্টিনার সমর্থক আবদুল্লাহ আল মামুনের ব্রাজিলের সমর্থক কফি আনানের ওপর পতাকা চুরির অভিযোগ তোলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর পর শনিবার মধ্যরাতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে আবারও তুমুল সংঘর্ষ বেধে যায়। এতে দুই পক্ষের ১২ জন আহত হয়েছেন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করান।

 সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন খবর পেয়ে আহত উভয় দলের সমর্থকদের দেখতে হাসপাতালে ছুটে যান। সদর হাসপাতালে ভর্তি কফি আনান (২১) বলেন, আর্জেন্টিনার সমর্থকরা পতাকা চুরির মিথ্যা অভিযোগ এনে আমাকে ডেকে অন্যায়ভাবে পিটিয়েছে। কোথাকার চুরির বিষয়ে আমরা কিছুই জানি না। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আলম সত্যতা নিশ্চিত করে বলেন, মূলত পতাকা চুরির ঘটনাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর