শিরোনাম
সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ওমরাহ ভিসা নিবন্ধনে লাগবে আঙুলের ছাপ মুখের পূর্ণ ছবি

নিজস্ব প্রতিবেদক

সৌদি ইলেকট্রনিক ওমরাহ ভিসা নিবন্ধনে অ্যাপে আঙুলের ছাপসহ বায়োমেট্রিক ডাটা দিতে হবে বাংলাদেশ, মালয়েশিয়া, তিউনেশিয়া, কুয়েত ও যুক্তরাজ্যের মুসলমানদের। এ জন্য অ্যাপ ডাউনলোড করে বায়োমেট্রিক ডাটা দেওয়ার কাজটি সারতে হবে আবেদনকারীদের। এ ছাড়া  আবেদনকারীর পরিচয় যাচাইয়ে মোবাইল ক্যামেরায় সেলফি বা মুখের পূর্ণ ছবিও দিতে হবে। পাশাপাশি সম্পন্ন করতে হবে হাতের ১০ আঙুলের ছাপ স্ক্যান করার কাজটি। সৌদি গেজেটে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় শনিবার এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে।  সেখানে বলা হয়েছে, এখন থেকে পবিত্র মক্কায় ওমরাহ হজ পালন করতে যাওয়ার জন্য আলাদাভাবে আর ভিসা সেন্টারে যাওয়ার প্রয়োজন পড়বে না। এ জন্য ‘সৌদি ভিসা বায়ো’ অ্যাপ ডাউনলোড করে ভিসার ধরন বেছে নিয়ে নিবন্ধন করলেই হবে। এই প্রক্রিয়ায় প্রথমে আবেদনকারীর পরিচয় যাচাইয়ে পাসপোর্ট স্ক্যানে চাপ দিতে হবে এবং ধারাবাহিকভাবে আবেদনকারীকে মুখের পূর্ণ ও আঙুলের ছাপ দিতে হবে। উল্লেখ্য, ভিসা ইস্যুর  ক্ষেত্রে বিশ্বের প্রথম দেশ হিসেবে মোবাইলে বায়োমেট্রিক ডেটা নেওয়ার এ নিয়ম চালু করল সৌদি আরব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর