শিরোনাম
বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ছাত্রলীগে পদপ্রত্যাশীদের অপেক্ষা বাড়ল

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগে পদপ্রত্যাশীদের অপেক্ষা বাড়ল

ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন শেষ হয়েছে গতকাল। তবে শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হয়নি। গতকাল দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় এ সম্মেলন। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলন। তার আগে ছাত্রলীগের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হবে। তাঁর এ তথ্যের ফলে ছাত্রলীগের কেন্দ্রীয় পদপ্রত্যাশীদের অপেক্ষার সময়টা বেড়ে গেল।

ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের সম্মেলনের প্রথম অধিবেশন আজকের মতো এখানেই শেষ। এরপর বিকাল সাড়ে ৪টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দ্বিতীয় অধিবেশন হয়। এতে উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম সুমন, নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম টিটন, শামস ই নোমান, সদ্য বিদায়ী সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। ৫টার পর দ্বিতীয় অধিবেশনে ওবায়দুল কাদের এসে পদপ্রত্যাশী নেতাদের উদ্দেশে বলেন, যারা সভাপতি-সাধারণ সম্পাদক পদে আসতে ইচ্ছুক তাদের কি নেত্রীর (আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা) ওপর আস্থা আছে? জবাবে সবাই বলেন, হ্যাঁ আমাদের আস্থা আছে। এরপর ওবায়দুল কাদের বলেন, যারাই মনোনয়নপত্র সংগ্রহ করেছে, পদপ্রত্যাশী সবার তালিকা ও বায়োডাটা নেত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে। তিনিই নেতা মনোনীত করবেন। উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয়। ওই বছরের ৩১ জুলাই রেজওয়ানুল হক চৌধুরীকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় সংসদের কমিটি ঘোষণা করা হয়। এর পর উন্নয়ন প্রকল্প থেকে চাঁদা দাবিসহ নানা অভিযোগে ২০১৯ সালের সেপ্টেম্বরে রেজওয়ানুল ও রাব্বানী ছাত্রলীগের পদ হারান। তখন আল নাহিয়ানকে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। ২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের ‘নিয়মিত’ করে দেওয়া হয়েছিল।

সর্বশেষ খবর