রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাসশ্রমিক গ্রেফতার প্রতিবাদে সড়কে ব্যারিকেড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে গাঁজাসহ দুই বাসশ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে সড়কে ব্যারিকেড দিয়েছে নেতারা। এমন অবস্থায় দুর্ভোগে পড়তে হয় এই পথে চলাচলকারী যাত্রীদের। বাসশ্রমিক নেতাদের দাবি, তারা গাঁজা সেবন করে। তবে তারা মাদক ব্যবসায়ী নয়। কিন্তু দুই শ্রমিককে পুলিশ ৫০ গ্রাম গাঁজাসহ চালান দিয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা ১৫ থেকে ২০ মিনিট সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। পরে স্থানীয় থানা পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা চলে গেলে আবারও বাস চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল ১১টার দিকে বাসের চালক রুমেল (২৪) ও হেলপার সম্রাটকে (২২) গ্রেফতার করে পুলিশ। তাদের নগরীর কাজলা পানির পাম্প এলাকা থেকে গ্রেফতার করা হয়। শনিবার বিকাল ৪টার দিকে রাজশাহী নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে। এমন অবস্থায় তালাইমারীর শহিদ মিনার, নর্দান মোড় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়তে হয় বাস ছাড়াও অন্য যানবাহনে চলাচল করা যাত্রীদের। রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলী বলেন, সকালে রুমেল ও সম্রাটকে গাঁজা সেবনের জন্য পুলিশ গ্রেফতার করেছে। এ সময় পুলিশ ও বাস শ্রমিকের মধ্যে তর্কাতার্কির ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। তারই জেরে রাগে হয়তো পুলিশ তাদের ৫০ গ্রাম গাঁজাসহ চালান দিয়েছে। আমাদের কথা ওরা সেবী; ব্যবসায়ী নয়। কিন্তু পুলিশ তাদের ৫০ গ্রাম গাঁজাসহ চালান দিয়েছে। আমরা সড়ক বন্ধ করে দিলে পুলিশ এসে আমাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছে। আমরা সড়ক ছেড়ে দিয়েছি। রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার রফিকুল আলম জানান, সকালে দুজন বাস শ্রমিককে জনতার সামনে ৫০ গ্রাম গাঁজাসহ পুলিশ আটক করে। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চালান দেওয়া হয়। এ ঘটনায় কয়েকজন শ্রমিক বাস বন্ধ করে দিয়েছিল। পুলিশ তাদের বোঝাতে সক্ষম হয়েছে আইন সবার জন্য সমান। এর পরে তারা সড়ক ছেড়ে দেয়। যানচলাচল স্বাভাবিক আছে।

সর্বশেষ খবর