শিরোনাম
রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
পুলিশের ওপর হামলা

জামায়াত নেতাদের বিরুদ্ধে চার মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মৌচাক-মালিবাগে পুলিশের কাজে বাধা, হামলা ও বিস্ফোরণের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে রাজধানীর রামপুরা থানায় একটি, খিলগাঁও থানায় দুটি এবং শাহজাহানপুর থানায় একটি মামলা করা হয়। গতকাল দুপুরে গণমাধ্যমকে এসব জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান। তিনি জানান, শুক্রবার জামায়াতে ইসলামীর গণমিছিল থেকে নিরাপত্তা কাজে নিয়োজিত পুলিশ সদস্যদের ওপর হামলা ও মারধর করা হয়। এতে অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পর শুক্রবার রাতে ও গতকাল সকালে রাজধানীর তিন থানায় চারটি মামলা করে পুলিশ। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, তার থানায় দুটি মামলা হয়েছে। একটি দন্ডবিধি ও আরেকটি বিস্ফোরক আইনে। এ ঘটনায় এরইমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। দুই মামলায় ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়। শাহজাহানপুর থানা সূত্র জানায়, পুলিশের ওপর হামলার অভিযোগে অজ্ঞাতদের আসামী করে একটি মামলা হয়েছে। রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় হাতেনাতে গ্রেফতার চারজনসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়।

সর্বশেষ খবর