রবিবার, ১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

৮১ বছর পর বন্ধ হয়ে গেল বিবিসির বাংলা সম্প্রচার

প্রতিদিন ডেস্ক

দীর্ঘ ৮১ বছর পর বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হয়ে গেছে গতকাল রাতে। শেষ সম্প্রচারটি হয় গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা এবং রাত সাড়ে ১০টায়। সংবাদ ও সাময়িক প্রসঙ্গের অনুষ্ঠান ‘প্রবাহ’ আর ‘পরিক্রমা’ শেষবারের মতো প্রচারিত হয় এ সময়। অনুষ্ঠান উপস্থাপনা  করেন লন্ডনে মানসী বড়ুয়া আর ঢাকায় আকবর হোসেন। সূত্র : বিবিসি। উল্লেখ্য, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে ব্যাপক পরিবর্তনের পটভূমিতে বিবিসি বাংলা রেডিও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। গত সেপ্টেম্বরে ওয়ার্ল্ড সার্ভিস কর্তৃপক্ষ বাংলায় রেডিও সম্প্রচার বন্ধ করার পরিকল্পনা ঘোষণা করে। এরপর গতকাল সেটি বাস্তবায়ন করা হয়েছে।

সর্বশেষ খবর