শিরোনাম
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা দারোগা স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে সাব-ইন্সপেক্টর (এসআই) স্ত্রীর কাছে যৌতুক দাবি ও হত্যাচেষ্টার অভিযোগে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার এসআই শাহজাদীর ভাই শেখ রোকন বাদী হয়ে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। মামলার অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বিচারক মোহাম্মদ গোলাম কবির। অভিযুক্ত পুলিশ পরিদর্শক কামরুজ্জামান যৌতুক দাবি ও শাহজাদীকে মারপিটের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, প্রমাণ থাকলে আদালত সিদ্ধান্ত নেবেন। মামলার একমাত্র আসামি পুলিশ পরিদর্শক কামরুজ্জামান কিছুদিন আগেও ঝিনাইদহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে সেখান থেকে রংপুর রেঞ্জ ডিআইডি অফিসে সংযুক্ত করা হয়েছে। তিনি খুলনার দিঘলিয়া উপজেলার পদ্মবিলা গ্রামের মৃত সাত্তার ফকিরের ছেলে। পুলিশ পরিদর্শক কামরুজ্জামানের স্ত্রী শাহজাদী আক্তার বর্তমানে যশোর সদর আদালতে জিআরও পদে কর্মরত রয়েছেন। তিনি বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আমির আলী শেখের মেয়ে। মামলার বিবরণে শাহজাদী আক্তারের ভাই শেখ রোকন বলেন, কিছুদিন আগে শাহজাদী আক্তারের নামে থাকা অর্ধকোটি টাকা মূল্যের খুলনার ১২ শতক জমি এবং প্রতি মাসের বেতনের ৪৫ হাজার টাকা যৌতুক হিসেবে দাবি করেন তার স্বামী কামরুজ্জামান। এতে রাজি না হওয়ায় শাহজাদীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। গত বছর ১৩ ডিসেম্বর শাহজাদী তার স্বামীর বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। কিন্তু তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন কামরুজ্জামান।

গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় কামরুজ্জামান শাহজাদীর যশোর শহরের ভাড়া বাসায় গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং জমি ও বেতনের টাকা না দিলে খুন করার হুমকি দেন। এতে রাজি না হওয়ায় শাহজাদীকে গলা টিপে হত্যার চেষ্টা করেন। এ সময় শাহজাদী প্রতিরোধের চেষ্টা করলে ডাইনিং টেবিলের ওপর থাকা ফল কাটার ছুরি দিয়ে শাহজাদীকে ছুরিকাঘাতের চেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে কামরুজ্জামান পালিয়ে যান। মাথা ও হাতে জখম অবস্থায় শাহজাদীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মামলার বাদীর আইনজীবী রুহিন বালুজ বলেন, ঘটনার পর যশোর কোতোয়ালি থানায় এজাহার দেওয়া হয়েছিল। কিন্তু থানা পুলিশ সেটি না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয়।

সর্বশেষ খবর