শুক্রবার, ৫ মে, ২০২৩ ০০:০০ টা

আনোয়ারের পক্ষে কেন্দ্রীয় নেতাদের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পরাজয়ের হ্যাটট্রিক নয়, এবার সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়রের চেয়ার পুনরুদ্ধার করতে চায় আওয়ামী লীগ। এজন্য কোনো দ্বিধাবিভক্তি নয়, আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলীয় প্রার্থীর পক্ষে সর্বস্তরের নেতা-কর্মীকে মাঠে ঘাম ঝরাতে হবে। গতকাল সন্ধ্যায় সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচনী দিকনির্দেশনামূলক কর্মিসভায় যোগ দিয়ে কেন্দ্রীয় নেতারা এমন কড়া বার্তা দিয়েছেন। এ ছাড়া গতকাল সিলেটসহ দেশের পাঁচ সিটিতে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। সিসিকে দলীয় মনোনয়ন পেয়েছেন মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক শিল্পপতি নজরুল ইসলাম বাবুল। আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচন পরিচালনাসংক্রান্ত বিষয় নিয়ে গতকাল নগরীর আরামবাগে একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয় কর্মিসভা। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এ কর্মিসভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন ও কেন্দ্রীয় উপদফতর সম্পাদক সায়েম খান। সভায় কেন্দ্রীয় নেতারা সব বিভেদ ভুলে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলে দলীয় প্রার্থী আনোয়ারুজ্জামানকে বিজয়ী করার আহ্বান জানান। স্থানীয় নেতা-কর্মীরাও এবার সিসিকের মেয়র পদে নৌকা প্রতীককে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। এদিকে গতকাল ঢাকা থেকে সিলেটসহ দেশের পাঁচ সিটি করপোরেশনে জাতীয় পার্টির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক শিল্পপতি নজরুল ইসলাম বাবুল। দলীয় প্রার্থী ঘোষণার আগে থেকেই তিনি নগরীতে প্রচারণা চালিয়ে আসছিলেন।

মেয়র পদে আরও একজন, কাউন্সিলর ১২ জনের মনোনয়নপত্র সংগ্রহ : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে গতকাল মেয়র পদে আরও একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার নাম সামছুন নূর তালুকদার। এর আগে সাবেক ছাত্রলীগ নেতা আবদুল হানিফ কুটু ও আবদুল মান্নান খান স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে আরও ১২ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে ১৮১ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

এর মধ্যে সাধারণ ওয়ার্ডে ১৪০ ও সংরক্ষিত ওয়ার্ডে ৪১ জন রয়েছেন। প্রসঙ্গত, ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।

 

সর্বশেষ খবর