চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় জব্দ করা চালানে মিলছে না হেরোইনের অস্তিত্ব! এ অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে জব্দ হওয়া শেষ পাঁচ হেরোইনের চালানের তিনটির রাসায়নিক পরীক্ষায় হেরোইনের পরিবর্তে অস্তিত্ব মিলেছে সাধারণ পাউডারের। বাকি দুটি চালানে রাসায়নিক পরীক্ষায় হেরোইনের অস্তিত্ব মিলেছে মাত্র এক শতাংশেরও কম। মাদকবিরোধী অভিযানে হেরোইনের পরিবর্তে সাধারণ পাউডার মেলায় হতবাক আইন প্রয়োগকারী…