শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আগামী সপ্তাহে উপজেলা নির্বাচনের চূড়ান্ত তালিকা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম বলেছেন, আগামী সপ্তাহে ধাপ অনুসারে উপজেলা পরিষদ নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গতকাল বগুড়া জেলা নির্বাচন অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামসহ উপজেলা নির্বাচন কর্মকর্তাবৃন্দ।

নির্বাচন কমিশন সচিব বলেন, চারধাপে এবার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ধাপে কোন উপজেলার নির্বাচন কবে হবে তা আগামী রবিবার বা সোমবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয় সমর্থনে প্রার্থী ও প্রতীক বরাদ্দ রাখবে না। তবে অন্য কোনো দল চাইলে দলীয় সমর্থনে প্রার্থী ও প্রতীক ব্যবহার করতে পারে।

 

 

সর্বশেষ খবর