শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

সীমান্ত থেকে ১২ কোটি রুপির সাপের বিষ জব্দ

কলকাতা প্রতিনিধি

সীমান্ত থেকে ১২ কোটি রুপির সাপের বিষ জব্দ

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ১২ কোটি রুপি মূল্যের সাপের বিষ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার রায়গঞ্জ সেক্টরের অধীনে শ্রীরামপুর সীমান্ত চৌকি এলাকা থেকে সাপের বিষ জব্দ করে ৬১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। বাংলাদেশ থেকে ওই বিষ ভারতে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে বিএসএফ। বিএসএফ জানায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ হিলি থানার অন্তর্গত জামালপুর এলাকায় তপন অধিকারীর বাড়িতে অভিযান চালায় বিএসএফের জওয়ানরা। এ সময় তপনের বাড়ির ব্যালকনি থেকে একটি কাঁচের জার উদ্ধার করা হয়। পরে সেই জারের মধ্যে থাকা ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের তরল সাপের বিষ উদ্ধার করা হয়। আন্তর্জাতিক বাজারে যার মূল্য আনুমানিক ১২ কোটি রুপি। পরবর্তীতে ওই বিষ জব্দ করা হয় এবং আটক করা হয় ৫০ বছর বয়সী তপন অধিকারীকে। তপনকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জানতে পেরেছে বাংলাদেশের দিনাজপুর জেলার গোয়ালাপাড়া গ্রামের বাসিন্দা কালু মণ্ডলের কাছ থেকে অবৈধভাবে এ বিষ সংগ্রহ করে তপন তার বাড়িতে লুকিয়ে রেখেছিলেন। জব্দকৃত বিষ এবং তপনকে বালুরঘাটের বন বিভাগের হাতে তুলে দেওয়া হয়।

 

সর্বশেষ খবর