শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

আজ থেকে তাপমাত্রা বাড়বে

নিজস্ব প্রতিবেদক

আজ শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতে ও দিনে তাপমাত্রা বাড়তে পারে। গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, গতকাল রাজশাহী ও রংপুর বিভাগ এবং কিশোরগঞ্জ, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। রাজশাহী ও রংপুর বিভাগের জেলার সংখ্যা ১৬। সেই অনুযায়ী গতকাল দেশের ১৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ ছিল। আবহাওয়ার পূর্বাভাস বলছে, কাল রবিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগের দুই দিনের মতো শুষ্ক আবহাওয়ার সঙ্গে কুয়াশা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর পরবর্তী পাঁচ দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ ছিল ঢাকায় ২৮.৫ ডিগ্রি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর