রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

তাবিজ করা সন্দেহে বৈদ্যকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তাবিজ করা সন্দেহে চট্টগ্রামের ফটিকছড়িতে এক বৈদ্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত ওই বৈদ্যর নাম নূর হোসেন (৮০)। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাঞ্চননগর মালেক শাহ বাজারে এ ঘটনা ঘটে। নিহত বৈদ্য কাঞ্চননগর এলাকার বাসিন্দা।

ফটিকছড়ি থানার ওসি মীর মোহাম্মদ নরুল হুদা জানান, নিহত নূর হোসেন স্থানীয়ভাবে কবিরাজ (বৈদ্য) হিসেবে পরিচিত। শুক্রবার রাতে একটি দোকানে চা পান করার সময় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় আবু তাহের নামের এক ব্যক্তি। পরে নূর হোসেনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাহেরের সন্দেহ, তার ও তার পরিবারের লোকজনকে তাবিজ করেছেন নূর হোসেন। পুলিশ জানান, নূর হোসেনের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর তাহেরকে গ্রেফতার করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর