রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

স্বামীকে অচেতন করে প্রেমিকের হাতে তুলে দেওয়ার অভিযোগ

লাশ মিলল পুকুরে

শরীয়তপুর প্রতিনিধি

প্রেমিকের বুদ্ধিতে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে রাতের আঁধারে স্বামীকে তার কাছে তুলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর গ্রামের পুকুর থেকে স্বামী মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মোহাম্মদ আলী মাদবর (৪০) শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা গ্রামের মৃত আমিন উদ্দিন মাদবরের ছেলে। পেশায় তিনি সিএনজিচালক ছিলেন। পুলিশ জানায়, প্রায় ৯ বছর আগে মোহাম্মদ আলীর সঙ্গে বিয়ে হয় মুন্নি বেগমের। তাদের সংসারে দুই কন্যাসন্তান রয়েছে। মুন্নি প্রায়ই তার প্রেমিক মামুন চৌকিদারের সঙ্গে পালিয়ে যেতেন। কিছুদিন আগেও মুন্নি মামুনের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। ছোট সন্তানদের কথা ভেবে মোহাম্মদ আলী স্ত্রী মুন্নিকে ফিরিয়ে আনেন। এর পরও পরকীয়া প্রেমিক মামুন মুন্নির সঙ্গে যোগাযোগ করতেন। গত বুধবার রাতে মোহাম্মদ আলী নিখোঁজ হওয়ার পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। হাসপাতাল থেকে মোহাম্মদ আলীর স্বজনরা জানতে পারেন মোহাম্মদ আলী ঘুমের ওষুধ খেয়েছিলেন। এরপর বাড়িতে এসে মুন্নির কাছে বিষয়টি জানতে চাওয়া হলে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে পরকীয়া প্রেমিক মামুন ও তার সঙ্গীদের কাছে তুলে দেওয়ার বিষয়টি স্বীকার করেন। এরপর মুন্নিকে আটক করে থানা পুলিশে খবর দেন এলাকাবাসী।

পুলিশ সূত্র জানায়, সিএনজিচালক মোহাম্মদ আলী মাদবর হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্ত্রী মুন্নি বেগম ও বাবু ফকির নামের এক যুবককে আটক করে পুলিশ। পরে শুক্রবার মোহাম্মদ আলী মাদবরের ভাই কারামত আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে মুন্নি বেগম ও বাবু ফকিরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। বিকালে মুন্নি বেগমকে এজলাস কক্ষে জিজ্ঞাসাবাদ করছিলেন বিচারক আর কক্ষের বাইরে বেঞ্চে হাতকড়া পরা অবস্থায় পুলিশি পাহারায় বসে ছিলেন বাবু ফকির। এ সময় তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া খুলে পালিয়ে যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, পালিয়ে যাওয়ার অপরাধে আসামির বিরুদ্ধে একটি মামলা হচ্ছে। তাকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি তাকে অচিরেই গ্রেফতার করা হবে। তিনি আরও বলেন, এ ঘটনায় কারও যদি দায়িত্বে অবহেলার প্রমাণ মেলে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর