রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ ০০:০০ টা

তীব্র দাবদাহে পোলট্রি শিল্পে মারাত্মক নেতিবাচক প্রভাব

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তীব্র দাবদাহে রংপুরের পোলট্রি শিল্পে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। গরমের কারণে অনেক খামারের মুরগি হিটস্ট্রোকে মারা যাচ্ছে। খামারিরা মুরগি রক্ষায় ঘর সার্বক্ষণিক শীতল রাখার চেষ্টা করছেন। দিনে ৩ থেকে ৪ বার স্প্রে করছেন। এ ছাড়া মুরগিকে হিটস্ট্রোকের হাত থেকে বাঁচাতে স্যালাইনসহ বিভিন্ন ওষুধ খাওয়াচ্ছেন। বিরূপ আবহাওয়ায় মাংসের উৎপাদন কমে যেতে শুরু করেছে। এ অবস্থায় ডিম ও বয়লার মুরগির দাম কমেছে। প্রতি পিস ডিমে ২ টাকা করে লোকসান হচ্ছে দাবি খামারিদের। এ অবস্থা আরও কয়েকদিন চললে পোলট্রি শিল্পে ধস নামার শঙ্কা রয়েছে। রংপুর পোলট্রি মালিক সমিতি সূত্রে জানা গেছে, রংপুর জেলায় ডিম ও মাংস উৎপাদনের প্রান্তিক খামার রয়েছে প্রায় এক হাজার। ডিম উপাদানের প্রান্তিক খামার রয়েছে প্রায় ১০০টি এবং মাংস উৎপাদনের খামার রয়েছে ৯০০-এর ওপর। এ ছাড়া ইন্ডাস্ট্রিয়াল খামার রয়েছে ৩-৪টি। গরমের কারণে এসব খামারে উৎপাদিত বয়লার মুরগির দাম কমেছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা। পাইকারি বাজারে প্রতি কেজি ১৭৫-১৮০ টাকায় বয়লার মুরগি বিক্রি হচ্ছে। খামারিরা বলেন, গরমের কারণে বয়লার উৎপাদন ব্যাহত হচ্ছে সেই সঙ্গে দামও কমছে। একটি ডিম উৎপাদনে খরচ হচ্ছে ১০ টাকার ওপরে। কিন্তু বর্তমানে পাইকারি ডিম বিক্রি করতে হচ্ছে ৮ টাকায়। প্রতি হালি ডিমে ৬ থেকে ৮ টাকা লোকসান হচ্ছে। গরমের কারণে খামারের মুরগিগুলো ছটফট করছে।

জেলা পোলট্রি শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আরমানুর রহমান লিংকন জানান, গরমে পোলট্রি শিল্প হুমকির মুখে পড়েছে। মুরগির হিটস্ট্রোকসহ বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। মহামারি আকারে না হলেও অনেকের খামারে গরমের কারণে মুরগি মারা যাওয়ার খবর পেয়েছি। খাদ্য, শ্রমিক ও চিকিৎসা সংকটের কারণে ডিম ও মুরগি উৎপাদনের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না খামারিরা। ফলে মাংসের উৎপাদন কমে যাচ্ছে। সেই সঙ্গে দামও কম পাচ্ছে। প্রতি পিস ডিমে এখন দেড় থেকে ২ টাকা লোকসান হচ্ছে। এমন তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকলে অনেকে খামার বন্ধ করে দিতে বাধ্য হবেন। জেলা পোলট্রি শিল্প মালিক সমিতির সভাপতি আকবর হোসেন বলেন, গরমে পোলট্রি শিল্পে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। হিটস্ট্রোকসহ মুরগির বিভিন্ন রোগবালাই দেখা নিয়েছে। ডিমের দাম কমেছে। বয়লার মুরগির দামও কিছুটা কমেছে। এ অবস্থা চলতে থাকলে এই শিল্পে ধস নামবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর