সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা
ভারতে লোকসভা নির্বাচন

শেষ দফা ভোটের আগে প্রচার তুঙ্গে

কলকাতা প্রতিনিধি

ভারতের লোকসভা নির্বাচনে ৫৪৩টি লোকসভা আসনের ভিতর এরই মধ্যে ছয় দফায় ৪৮৬ আসনে ভোট নেওয়া সম্পন্ন হয়েছে। সপ্তম ও শেষ দফার ভোট নেওয়া হবে ১ জুন। গণনা হবে ৪ জুন। শেষ দফায় ৮টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫৭টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। এই আসনগুলো হলো- উত্তর প্রদেশ (১৩), পাঞ্জাব (১৩), পশ্চিমবঙ্গ (৯), বিহার (৮), ওড়িশা (৬), হিমাচল প্রদেশ (৪), ঝাড়খন্ড (৩), চ-ীগড় (১)। শেষ দফায় ভাগ্য নির্ধারণ হবে ৯০৪ জন প্রার্থীর। তার মধ্যে অন্যতম হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও সেলিব্রেটি প্রার্থী। এই ভোটের আগে গতকাল ছুটির দিনে নির্বাচনের প্রচারণায় ঝড় তুলেছে কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেসসহ প্রতিটি রাজনৈতিক দল। এই নির্বাচনি প্রচারণা অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। এদিন উত্তর প্রদেশের একাধিক জায়গায় নির্বাচনি প্রচারণায় অংশ নেন প্রধানমন্ত্রীসহ বিজেপির অন্য নেতারা। বিহার এবং পাঞ্জাবে দুটি নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিহারে নির্বাচনি প্রচারণায় উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, আলাদা করে নির্বাচনি প্রচারণা ছিল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। হিমাচল প্রদেশে নির্বাচনি প্রচারে ছিলেন কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধী।

পাঞ্জাবের হোশিয়ারপুরে একটি ‘রোড শো’-তে অংশ নিয়েছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান এবং দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। উত্তরপ্রদেশের সালেমপুর এবং বালিয়ায় জনসভায় ছিল সমাজবাদী পার্টির প্রধান সিলেট যাদবের। মির্জাপুরের জনসভা থেকে নরেন্দ্র মোদি বলেন, ‘দেশের উন্নয়নের দিকে বিরোধী দলের জোটের কোনো লক্ষ্য নেই। পাকিস্তানে ইন্ডিয়া জোটের শরিক দল কংগ্রেস, সমাজবাদী পার্টির জন্য দোয়া করছে। সীমান্তের ওপারের সন্ত্রাসীরা তাদেরকে সমর্থন যোগাচ্ছে।’ অন্যদিকে হিমাচলের নির্বাচনি সভা থেকে আদানি ইস্যুতে বিজেপিকে এক হাত নিয়েছেন রাহুল গান্ধী। তার বক্তব্য, ‘প্রধানমন্ত্রীর হিসেবে মোদি শপথ নিলেই আদানিদের শেয়ারের দাম বৃদ্ধি পায়।’ পশ্চিমবঙ্গের বসিরহাটে নির্বাচনি প্রচারণা থেকে তৃণমূল সংসদ সদস্য অভিষেক ব্যানার্জি বলেন, ‘বিজেপি সরকারের আয়ু আর মাত্র কয়েকটা দিন। ৪ জুনের পর এই সরকারের বদল ঘটবে।’

সর্বশেষ খবর