সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা

সোনার সন্ধান থামাতে ইটভাটায় ১৪৪ ধারা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার এলাকার আরবিবি ইটভাটায় স্বর্ণের খোঁজে মাটি খোঁড়াখুঁড়ির ঘটনায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার রাতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসান এক বিজ্ঞপ্তিতে ১৪৪ ধারা জারি করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এরপর স্বর্ণের সন্ধানে আসা লোকজন তাড়াহুড়ো করে এলাকা ছাড়েন। মুহূর্তেই পুলিশ পুরো এলাকা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বর্তমানে ইটভাটার আশপাশ জনশূন্য। ইটভাটাটি ঘিরে রেখেছে পুলিশ। রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসান জানান, মাস খানেক ধরে মানুষ সেখানে উপস্থিত হয়ে মাটি খুঁড়তে থাকে। যেহেতু মানুষ সেখানে মাটি খোঁড়ার জন্য কোদাল-খুন্তি নিয়ে দলবদ্ধ হচ্ছে, সে কারণে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইটভাটার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

জানা গেছে, কিছুদিন আগে রাণীশংকৈলের বাচোর ইউনিয়নের কাতিহার রাজোর গ্রামের মো. রুহুল আমিনের মালিকানাধীন আরবিবি ইটভাটায় মাটির স্তূপ খুঁড়ে স্বর্ণ পাওয়া যাচ্ছে বলে গুজব রটে। এরপর থেকেই স্থানীয় লোকজন খুন্তি, কোদাল, বাশিলা দিয়ে মাটি খুঁড়ে স্বর্ণের সন্ধান করছে। অনেকে স্বর্ণ পাওয়ার আশায় ঝগড়া-বিবাদ করছে ও দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে।

সর্বশেষ খবর