সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

সীমান্তে ১২ কোটি রুপির সোনা জব্দ

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জব্দ স্বর্ণের মূল্য প্রায় ১২ কোটি ভারতীয় রুপি। বিএসএফ জানায়, সাম্প্রতিককালে এক অভিযানে এত বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার আর সম্ভব হয়নি। দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফের ডিআইজি (মুখপাত্র) এ কে আর্য জানান, ২৫ মে সীমান্ত চৌকি গুনারমঠের সেনারা পাশের গ্রামের হালদারপাড়ের একটি বাড়িতে স্বর্ণের বড় চালানের খবর পেয়ে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে অলোক পালের (নাম পরিবর্তিত) কাপড়ের বেল্টে লুকিয়ে রাখা বিভিন্ন আকারের ৮৯টি স্বর্ণের বার পাওয়া যায়। এ স্বর্ণের চালানটি বাংলাদেশ থেকে ভারতে পাচার করার পর পরবর্তী ডেলিভারির আগে বাড়িতে লুকিয়ে রেখেছিল। জব্দ স্বর্ণের ওজন প্রায় ১৬ কেজি এবং যার বাজার মূল্য ১১ কোটি রুপি।

 এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ওই ব্যক্তিকে স্বর্ণের চালানসহ সীমান্ত চৌকি কল্যাণীতে নিয়ে আসা হয়। আটক অলোক পাল (নাম পরিবর্তিত) উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার গুনারমাঠ গ্রামের হালদারপাড়ার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে অলোক পাল জানান, গত বছরের মার্চ মাসের শেষ সপ্তাহে বাংলাদেশের এক স্বর্ণ চোরাকারবারি আশ্বাস দিয়েছিলেন তার স্বর্ণের চালান বাড়িতে লুকিয়ে রাখার জন্য তিনি তাকে প্রতিদিন ৪০০ টাকা দেবেন। যার জন্য তিনি রাজি হয়ে এ কাজে যোগ দেন। এরপর অজ্ঞাত চোরাকারবারি তার বাড়িতে স্বর্ণের চালান নিয়ে আসতে থাকেন। শনিবার গভীর রাতে অজ্ঞাত চোরাকারবারি তাকে বাড়িতে লুকিয়ে রাখার জন্য বিভিন্ন আকারের ৮৯টি স্বর্ণের বার দেয়।

সর্বশেষ খবর