বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের বিরুদ্ধে প্রতিবিপ্লব করার চেষ্টা যদি করেন, আমরা বলে দিচ্ছি, ৫ আগস্ট যা দেখেছেন, এর পরে আপনাদের আর অস্তিত্ব থাকবে না। যদি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, তাহলে ভুলেও ছাত্র-জনতার বিপক্ষে গিয়ে একটি কথা বলার স্পর্ধা দেখাবেন না। গতকাল পূর্বঘোষিত রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সর্বাত্মক অবস্থান গ্রহণের সময় তিনি এসব কথা বলেন। এদিন বেলা ১১টায় শাহবাগে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর বিকাল ৩টার দিকে শাহবাগ থেকে রাজু ভাস্কর্যের দিকে পদযাত্রা করে কিছুক্ষণ অবস্থান শেষে ফিরে যান তারা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে সারজিস আলম বলেন, আমরা বিগত ১৬ বছরে দেখেছি, এ বাংলাদেশে যদি একটা পিলারও হতো, সেটার ক্রেডিট একজন মানুষকে দেওয়া হতো। কারণ সবকিছু নাকি তার নির্দেশে হয়। তাহলে এই যে বিগত দেড় মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, যতগুলো খুন হয়েছে, সেগুলোর নির্দেশ কোথা থেকে এসেছে? আমরা জানি প্রতিটি হুকুম হাসিনার কাছ থেকে এসেছে। আমাদের স্পষ্ট দাবি হচ্ছে, আমরা খুনি হাসিনার বিচার চাই। এ সময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমন্বয়ক এইচ এম মঈন বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সেখান থেকে ষড়যন্ত্র মঞ্চস্থ করার পাঁয়তারা করছে। তা ছাড়া তাদের সন্ত্রাসী সন্তানদের দেশে লেলিয়ে দিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বিনীত আবেদন করছি-এ খুনি হাসিনাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির কাষ্ঠে দাঁড় করাতে হবে। তা ছাড়া ছাত্র-জনতা-সেনাবাহিনীর ওপর হামলায় জড়িত আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আপনারা যদি তা না করতে পারেন ছাত্র-জনতা আবার স্বাধীনতার ডাক দেবে।শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা শত শত ছাত্র-জনতাকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। সে পালিয়ে গেলেও পাল্টা ক্যু করে অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমরা রাজপথে থাকতে স্বৈরাচার হাসিনার প্রচেষ্টা কখনোই সফল হবে না। আজকের অবস্থান কর্মসূচি থেকে আমরা বলতে চাই-শেখ হাসিনাসহ তার দোসরদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এ ছাড়া এদিন শাহবাগের পুলিশ বক্সের সামনে ‘বৈষম্যবিরোধী সাংস্কৃতিক জোট’-এর ব্যানারে গান, কবিতা ও নাটক মঞ্চায়ন করে মহানগর নাট্যগোষ্ঠী।