রুদ্র সেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। কোটা সংস্কার আন্দোলনে শহীদের তালিকায় নাম উঠেছে রুদ্র সেনেরও। আন্দোলন করতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে পানিতে পড়ে মারা যান রুদ্র। এখন শহীদ রুদ্রের নামে শাবিপ্রবির প্রধান ফটকের নামকরণের দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। ছাত্র-জনতার আন্দোলনে পতন হয়েছে প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের। দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্যাম্পাসে ফিরবেন সব শিক্ষার্থী। কেবল ফিরবেন না রুদ্র। রুদ্রের অনুপস্থিতি হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে দাবি সহপাঠীদের। দিনাজপুর সদর উপজেলার সুবীর সেন ও শিখা বণিক দম্পতির দুই সন্তানের মধ্যে ছোট রুদ্র সেন। বড় বোন সুস্মিতা সেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। রুদ্র ছোটবেলা থেকেই ছিলেন অসম্ভব মেধাবী। দিনাজপুর সরকারি সিটি কলেজ থেকে ২০২১ সালে এইচএসসি পাস করে ভর্তি হন শাবিপ্রবিতে। ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে অন্য শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন রুদ্র সেন। ওইদিন শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশ ও ছাত্রলীগের। তারা ধাওয়া করে শিক্ষার্থীদের। আত্মরক্ষার্থে কয়েকজন বন্ধুর সঙ্গে খাল পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করেন রুদ্র। তবে পানিতে ডুবে প্রাণ হারান তিনি। রুদ্রের বোন সুস্মিতা সেন বলেন, ‘ছোট থেকেই শান্ত প্রকৃতির ছিল রুদ্র। সে কখনো মিছিল-মিটিংয়ে যায়নি। তবে কোটা আন্দোলনে বসে থাকতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সঙ্গে সেও আন্দোলনে গিয়েছিল। শেষ পর্যন্ত প্রাণ উৎসর্গ করেছে শিক্ষার্থীদের এ আন্দোলনে।’ সুস্মিতা বলেন, ‘রুদ্রকে হারিয়ে বাবা-মা পাগলপ্রায়। সন্তান হারানোর এ বেদনা তারা সইবেন কীভাবে? তাকে নিয়ে বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল। সব স্বপ্নই অধরা রয়ে গেল।’ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিআর (ক্লাস প্রতিনিধি) ও রুদ্রের বন্ধু আল আমিন বলেন, ‘রুদ্র খুবই মনোযোগী এবং মেধাবী ছাত্র ছিল। কোনো দিন সে ক্লাস মিস করত না। ভর্তি পরীক্ষায় দেশের প্রায় সবকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছিল। এর মধ্যে সে শাবিপ্রবি বেছে নিয়েছিল। বিশ্ববিদ্যালয় খুললে সব শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরবে, কিন্তু আমাদের রুদ্র ফিরবে না এটা আমাদের জন্য কতটুকু কষ্টের তা বলে বোঝানো যাবে না।’
শিরোনাম
- টাঙ্গাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
- হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ভাসানী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ‘যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব, সেটি হবে সবার জন্য বাসযোগ্য’
- কুষ্টিয়ায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা
- চট্টগ্রামে সবজির বাজারে স্বস্তি ক্রেতাদের
- মাদারগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
- শেরপুরে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টঙ্গীবাড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ইসলামাবাদে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ পালিত
- গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশ কর্মকর্তা নিহত
- রংপুরে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- স্বাধীনতার ৫৩ বছরেও ভারত বন্ধুত্বের পরিচয় দিতে পারেনি : গোলাম পরওয়ার
- নেত্রকোনায় শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
- শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- নোবিপ্রবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
- খাগড়াছড়িতে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
- বিডিইউতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ‘ভারত সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে’
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
আপডেট:
সবাই ফিরবেন শুধু ফিরবেন না রুদ্র
নিজস্ব প্রতিবেদক, সিলেট
এই বিভাগের আরও খবর