অফিস সময়ের আগে দুপুর ২টার বাসে বাসায় ফেরা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় অভিযুক্ত পরীক্ষা নিয়ন্ত্রকের শাখা কর্মকর্তা বিল্লাল হোসেন ভুক্তভোগী রেজিস্ট্রার অফিসের শাখা কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে চড়-থাপ্পড় এবং লাথি মারেন। সেখানে থাকা অন্য কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করেন। মারার বিষয়টি কখনোই উচিত হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। গতকাল দুপুর আড়াইটার দিকে দ্বিতীয় প্রশাসন ভবন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৫ আগস্ট অফিস সময়ের আগে বেলা ২টায় বাসায় ফিরতে শিক্ষার্থীদের বাসে উঠলে কর্মকর্তাদের নামিয়ে দেন শিক্ষার্থীরা। এ দিন বাস থেকে নেমে অফিসে ফিরে যান তারা। পুরো সময় অফিস করে ৪টায় বাসায় যান। গতকাল কর্মকর্তারা ২টায় বাসায় ফেরার জন্য বাসে ওঠেন। শিক্ষার্থীরা তাদের নেমে যেতে বলেন। এ সময় কয়েকজন কর্মকর্তা নেমে শিক্ষকদের বাসে উঠে চলে যান। অন্যরা বাসেই বসেছিলেন। এছাড়া বাসের পাশে কয়েকজন কর্মকর্তা দাঁড়িয়েছিলেন। পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের শাখা কর্মকর্তা বিল্লাল হোসেন এসে ধমকের সঙ্গে কর্মকর্তাদের ৪টা পর্যন্ত অফিস করতে বলেন। সেখানে দাঁড়িয়ে থাকা রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নেই, তেমন কাজও নেই। এজন্য দ্রুত বাসায় যায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কর্মকর্তা বিল্লাল হোসেন চড়-থাপ্পড় এবং লাথি মারেন ও অকথ্য ভাষায় গালাগাল করেন।