সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনা মরা মানুষের ভোটের প্রধানমন্ত্রী হয়েছেন। বিগত ১৬ বছরে মানুষ ভোট দিতে পারেনি। তিনি বলেন, ড. ইউনূস ভদ্র মানুষ। মামলার হাজিরা দিতে গেলে আদালতের লিফট বন্ধ করে দেওয়া হতো। তিনি হেঁটে ১৪ তলায় উঠে হাজিরা দিয়েছেন। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত নোয়াখালীর সেনবাগে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন এবং বিভিন্ন পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের সহযোগিতায় ১ হাজার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করেন। এনিয়ে তিনি ৫ হাজার মানুষের মধ্যে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। আগামী সপ্তাহে তিনি খাদ্য ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন বিতরণ করবেন বলে জানিয়েছেন।
জয়নাল আবদীন ফারুক বলেন, তারেক জিয়া আসবেন এবং প্রধানমন্ত্রী হলে বিএনপি নেতা-কর্মীদের ওপর যারা অত্যাচার করেছে তাদের বিচার করা হবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, গত ১৬ বছরের নয় বছর জেলে ছিলাম। শেখ হাসিনার অত্যাচারে আমার স্ত্রী ক্যান্সার আক্রান্ত হয়েছেন। ওই সময় বসুন্ধরা গ্রুপসহ কিছু শুভাকাক্সক্ষী আমাকে সহযোগিতা করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। ত্রাণ বিতরণকালে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটন, সাবেক জেলা বিএনপি নেতা বাবুল ফারুক, নুর নবী বাচ্চু, শহিদ উল্যাহ, যুবদল সাহাব উদ্দিন ও নিউজ২৪ টেলিভিশনের ক্যাবল অপারেশনের সিনিয়র নির্বাহী ব্যবস্থাপক আমিনুল ইসলাম রকি প্রমুখ উপস্থিত ছিলেন।