পাসপোর্টসহ ইতালির ভিসা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন দেশটিতে গমনেচ্ছুরা। পরে তারা দূতাবাস ঘেরাও করার চেষ্টা করলে সেনা সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর প্রেক্ষিতে ইতালি গমনেচ্ছুদের আবেদনের আউটপুট বাড়ানোর পাশাপাশি একটি ডেডিকেটেড টাস্ক ফোর্স গঠন করা হবে বলে জানিয়েছে ঢাকাস্থ ইতালির দূতাবাস।
গতকাল সকাল থেকে গুলশানের বিচারপতি সাহাবুদ্দীন আহমেদ পার্কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ভিসাপ্রত্যাশীরা। ইতালি অ্যাম্বাসিতে আটকে থাকা ২০২৩-২০২৪ সালের সব পাসপোর্ট ভিসাসহ ফেরত দেওয়ার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনকারীরা জানান, ইতালির ভিসার জন্য ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দেওয়ার পর বলা হয় তিন মাসের মধ্যে ফলাফল জানানো হবে। কিন্তু তিন মাস পার হওয়ার পর ভিএফএসে যোগাযোগ করলে তারা বলে অনলাইনে স্ট্যাটাস চেক করতে। এ ছাড়া তারা আর কোনো উত্তর ভিসাপ্রত্যাশীদের দেয় না। এভাবে করতে করতে বছর পার হয়ে গেলেও না ভিসা বা পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। প্রায় ৬৫ হাজার পাসপোর্ট জমা রয়েছে। সেজন্য ভিসাপ্রত্যাশীরা গতকাল একত্রিত হয়ে ইতালি অ্যাম্বাসির কাছে দাবি জানিয়েছে ভিসাসহ পাসপোর্ট ফেরত দেওয়ার জন্য। ইতালি দূতাবাস জানিয়েছে, ভিসাপ্রত্যাশীদের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল আবেদনকারীদের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে দূতাবাসের ডেপুটি হেড অব মিশন বৈঠক করেন। বৈঠকে দূতাবাস ইতালিতে কাজের ভিসা প্রক্রিয়াকরণে বিদ্যমান বিলম্বের জন্য আইনি, প্রযুক্তিগত এবং লজিস্টিক ব্যাখ্যা দেয়। দূতাবাস থেকে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের সমন্বয়ক দল আলোচনা করে ফিরে এসে জানায় তাদের ইতালি দূতাবাসের পক্ষ থেকে পাঁচ মাস অপেক্ষা করার কথা বলা হয়েছে। তবে এতে আন্দোলনকারীরা সন্তুষ্ট নন। তারা বলছেন, তাদের দাবি আদায়ের বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না এলে আন্দোলন থেকে সরে যাবেন না। ভিসাসহ পাসপোর্ট ফেরত পেতে আগামী সাত দিন সময় দেন ইতালি গমনেচ্ছুরা। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।