লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহ নেতার কড়া বার্তার পরই দেশটিতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার রাতের এ হামলা ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত আরও বাড়িয়ে তুলেছে এবং যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা আরও বেড়ে গেছে। সূত্র : রয়টার্স।
ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, তাদের বিমান বাহিনী লেবাননে প্রায় ১০০টি রকেট লঞ্চার ও অন্যান্য অবকাঠামোতে হামলা চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএএনএ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টার পর লেবাননের দক্ষিণাঞ্চলে ৫২টিরও বেশি বোমা হামলা চালানো হয়। লেবাননের তিনটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত বছর অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর থেকে এটিই সবচেয়ে বড় বিমান হামলা। এদিকে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র অবিলম্বে ইসরায়েল ও হিজবুল্লাহকে লড়াই থামিয়ে তাদের সংযত থাকার আহ্বান জানিয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়েরে এক ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ভীত ও উদ্বিগ্ন। উল্লেখ্য, গত সপ্তাহের শুরুতে লেবানন ও সিরিয়ায় হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা তারহীন যোগাযোগযন্ত্র পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত ও প্রায় ৩ হাজার মানুষ আহত হন। উল্লেখ্য, লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এক টিভি ভাষণে কড়া জবাব দেন। তিনি বলেন, ‘মঙ্গল ও বুধবার সিরিজ বিস্ফোরণের মধ্য দিয়ে ইসরায়েল ‘সব ধরনের সীমা’ লঙ্ঘন করেছে। গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’