রাজধানীর খিলগাঁওয়ের তালতলা ঝিলপাড় থেকে নুর ইসলাম (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
খিলগাঁও থানার দায়িত্বরত এসআই আবদুল্লাহ আল হাসান জানান, গতকাল দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। নুর ইসলামের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে, যা হত্যাকাে র প্রমাণ বলে মনে হচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। নুর ইসলাম ঢাকার অদূরে কেরানীগঞ্জের আটি রায়ের চর গ্রামের আবদুল করিমের ছেলে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। কে বা কারা তাঁকে পিটিয়ে আহত করে ঝিলপাড়ে ফেলে যায়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।