রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির ১০২ নেতা-কর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত। এ ছাড়া খুলনার ডুমুরিয়ায় নাশকতার দুই মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারসহ ৪৯ জনকে খালাস দেওয়া হয়েছে।
আদালত প্রতিবেদক জানান, রাজধানীর শাহবাগ থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদসহ বিএনপির ১০২ নেতা-কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ ইব্রাহীম মিয়ার আদালত অভিযোগ গঠনের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে কোনো উপাদান না থাকায় অব্যাহতি দেন। অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপি নেতা সাইফুল ইসলাম নীরব, প্রয়াত স্বেচ্ছাসেবক দল নেতা শফিউল বারী বাবু, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার। আসামি পক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক, খুলনা জানান, জেলার ডুমুরিয়ায় নাশকতার দুই মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি গোলাম পরওয়ারসহ ৪৯ জনকে খালাস দিয়েছেন আদালত। গতকাল খুলনা অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারক নীলা কর্মকার এ রায় ঘোষণা করেন। আইনজীবী আবু ইউসুফ মোল্লা বলেন, ২০১৮ সালে ডুমুরিয়ার বামনদিয়ায় বোমা উদ্ধারের নাটক সাজিয়ে ১৮ জনের নামে মামলা করে পুলিশ। মিয়া গোলাম পরওয়ার আরেক মামলায় কারাগারে থাকা অবস্থায় এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার একই এজাহার থেকে দুটি চার্জশিট দাখিল হয়েছে। একটি বিশেষ ক্ষমতা আইনে ও অপরটি বিস্ফোরক দ্রব্য আইনে।