বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ছাত্র শহীদ আবু সাঈদের অনার্সের চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। তিনি সিজিপিএ-৪ এর মধ্যে ৩.৩০ পেয়ে সম্মিলিত মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর অনুমোদনক্রমে ফলাফল প্রকাশ করা হয়।
এ সময় উপাচার্য বলেন, মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদের অনার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফল আজ (গতকাল) প্রকাশ করা হলো। ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে আবু সাঈদ মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছে। এটি আমাদের ভালো লাগার বিষয়। কিন্তু তার অনুপস্থিতিতে আমরা শোকাহত।