যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা কাটার নির্দেশ দিয়েছে জেলা পরিষদ। সম্প্রতি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
সড়কটি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত হওয়ায় দুই পাশের শতবর্ষী গাছ কাটা না-কাটা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এ নিয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করে দুই পক্ষ। এমনকি গাছ না কাটার পক্ষে হাইকোর্টে একটি রিটও করা হয়। রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর সমাধান মিলছিল না। অবশেষে ঝুঁকির বিষয় বিবেচনা করে গাছগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয় বলে জানান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান রিপন।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান বলেন, সড়কের পাশে কিছু শতবর্ষী ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা রয়েছে। প্রায়ই ডালপালা ভেঙে পথচারী ও যানবাহনের ক্ষতি হচ্ছে। চলতি বর্ষা মৌসুমে যে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। তা ছাড়া জনগণের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের কাছে ঝুঁকিপূর্ণ গাছ ও ডালপালা অপসারণের অনুরোধ জানানো হয়।