নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন শামসুন্নাহার (৭০) নামের এক মা। গতকাল ভোরে উপজেলার বৈলাব গ্রামে এ ঘটনা ঘটে। পরে সকালে নিজ ঘর হতে তার লাশ উদ্ধার ও অভিযুক্ত ছেলে জাবের হোসেন (২৮)-কে আটক করেছে পুলিশ।
নিহত শামসুন্নাহার উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নূরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত নূরুল হক মাস্টারের দ্বিতীয় স্ত্রীর ছোট ছেলে জাবের হোসেন মাদকসেবী ও তার বড় ভাই প্রবাসী। বাড়িতে মা ছেলে থাকেন। মাদকের টাকার জন্য প্রায়ই জাবের মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। গত তিন দিন ধরে তাকে ঘরে আটকে রাখা হয়েছিল। রবিবার রাতে ছেলের ডাকাডাকিতে মা ঘরে গেলে ক্ষিপ্ত হয়ে দরজার হাতল দিয়ে আঘাত করে। এতে সঙ্গে সঙ্গে প্রাণ হারান মা। বিষয়টি প্রতিবেশীরা জানতে পেরে তাকে আটক করে পুলিশে খবর দেয়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভিতরে তার মাকে হত্যা করেছে। হত্যার পর সারারাত একই কক্ষে অবস্থান করছিলেন জাবের। মৃত মায়ের একটি হাত ভাঙাসহ মাথায় জখমের চিহ্ন পেয়েছে পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জাবেরের সৎ ভাই খলিলুল্লাহ বাদী হয়ে হত্যা মামলা করেন।