মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া সীমান্ত দিয়ে শিশুসহ ১০ বাংলাদেশিকে ঠেলে (পুশব্যাক) দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মুজিবনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। তারা হলেন- যশোরের পুলেরহাট এলাকার সাইফুল হাসান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাটড়া গ্রামের প্রজেনজিৎ দাশ, মাদারীপুরের রাজৈর থানার হাসেনকান্দা গ্রামের বিল্লাল শেখ, যশোরের সাড়সা থানার কন্যাদা গ্রামের তারিকুল ইসলাম, খুলনার ডুমুরিয়া থানার মোনাবান্দা গ্রামের সেঁজুতি রায়, নড়াইলের পাংকোবিলা গ্রামের অর্চনা রানি সরকার, যশোরের নওয়াপাড়া থানার বোদ্দনা গ্রামের দেবদাস বিশ্বাস, রুপা বিশ্বাস ও জয়দেব বিশ্বাস। এদের মধ্যে একজন শিশু রয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী, আটকরা অবৈধভাবে ভারতে প্রবেশ করায় সেখানে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন।
সাজা শেষে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগার থেকে তাদের একত্রিত করে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হৃদয়পুর সীমান্ত দিয়ে ভবেরপাড়া সীমান্তে ঠেলে দেয় বিএসএফ।