বৈষম্যবিরোধী আন্দোলনে বগুড়ায় নিহত কমরউদ্দিন বাঙ্গি হত্যা মামলায় পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আমিনুল ইসলামের ওপর পচা ডিম নিক্ষেপ করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে এ ঘটনা ঘটে। মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, কড়া পুলিশি নিরাপত্তায় ২১ মামলার আসামি আমিনুল ইসলামকে আদালতে হাজির করা হয়। তবে এর মধ্যেই উপস্থিত বিক্ষুব্ধ জনতা তাকে পচা ডিম নিক্ষেপ করে এবং ফাঁসি চেয়ে স্লোগান দেয়। পরে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবদুল বাছেদ জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে কমরউদ্দিন বাঙ্গি হত্যা মামলায় আমিনুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এর আগে শনিবার সকালে ঢাকার গুলশান থেকে আমিনুলকে গ্রেপ্তার করে বগুড়ার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি বগুড়া শহরের নিশিন্দারা এলাকার মৃত আবদুল লতিফ মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলাসহ ২১টি মামলা রয়েছে।