২১ এপ্রিল, ২০১৯ ১২:২৮

বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি নেত্রীকে নোটিশ

অনলাইন ডেস্ক

বাবরি মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি নেত্রীকে নোটিশ

ভারতের আলোচিত বাবরি মসজিদ ভাঙার বিষয়টি সমর্থন করে বক্তব্য দেয়ায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী প্রজ্ঞা ঠাকুরকে নোটিশ পাঠানো হয়েছে।

টেলিভিশন চ্যানেল 'আজ তাক'কে দেয়া সাক্ষাৎকারে প্রজ্ঞা ঠাকুর বলেছিলেন, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা নিয়ে তার কোনো অনুশোচনা নেই।

প্রজ্ঞা ঠাকুর মধ্য প্রদেশের ভোপাল থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। নির্বাচনী প্রচারণায় তিনি আরও বলেছিলেন, বাবরি মসজিদ ভাঙা নিয়ে কেন অনুশোচনা করবো? বরং আমি এ বিষয়টি নিয়ে গর্বিত। আমরা এটাকে সরিয়ে দিয়েছি। আমরা সেখানে বড় আকারের রাম মন্দির তৈরি করবো।

সূত্র: এনডিটিভি  

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর