২৩ এপ্রিল, ২০১৯ ১১:২১

ভোট দিতে গিয়ে মায়ের আর্শিবাদ নিলেন মোদি

অনলাইন ডেস্ক

ভোট দিতে গিয়ে মায়ের আর্শিবাদ নিলেন মোদি

তৃতীয় দফায় ভোট দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে আহমদাবাদে হুডখোলা জিপে রোড শো করে ভোট দিতে যান তিনি। সঙ্গী ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। ভোট দেয়ার পর তিনি বললেন, 'সন্ত্রাসের অস্ত্র হল IED, আর গণতন্ত্রের শক্তি হল ভোটার ID'। ভোট দেয়ার আগে গান্ধীনগরে মাকে আলিঙ্গন করেন মোদি।। 

সকালে গান্ধীনগরে নিজের বাড়িতে মা হীরাবেন মোদিকে আলিঙ্গনকিরে আশীর্বাদ নেন মোদি। পরে মা ও ছেলে একে-অপরকে মিষ্টি খাওয়ান। 

এরপর অমিত শাহকে সঙ্গে নিয়ে আহমদাবাদের রনিপে নিশান উচ্চ বিদ্যালয়ের বুথে ভোট দিতে যান ভারতের প্রধানমন্ত্রী। ভোটদানের পর তিনি বুথের বাইরে এসে ভোটের কালি দেয়া আঙুল তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে। 

এসময় তিনি বলেন, 'তৃতীয় দফার ভোট চলছে। আমার রাজ্য গুজরাটে আমিও নিজের দায়িত্ব পালন করতে পেরে ভাগ্যবান মনে করছি। কুম্ভে স্নানের পর আপনারা যেমন নিজেকে পবিত্র বলে মনে করেন, তেমনই নির্বাচনের উত্‍‌সবে ভোট দিলেও নিজেকে পবিত্র লাগে।' 

মোদি আরও বলেন, 'সন্ত্রাসের অস্ত্র IED। আর গণতন্ত্রের শক্তি হেিা ভোটার আইডি। আমি নিশ্চিতভাবে বলতে পারি, ভোটার আইডি IED-র থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। কাজেই আমাদের ভোটার আইডি-র শক্তি অনুধাবন করতে হবে। সবাই উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে ভোট দিন।'

বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর