২০ মে, ২০১৯ ১২:০১

'রাস্তা হয়নি, ভোট দেব না', পোস্টার লিখে গ্রামবাসীর ভোট বয়কট!

অনলাইন ডেস্ক

'রাস্তা হয়নি, ভোট দেব না', পোস্টার লিখে গ্রামবাসীর ভোট বয়কট!

প্রতীকী ছবি

শেষ দফায় ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক উৎসবে শামিল হতে যখন দৌড়ঝাঁপ করেছেন ভারতবাসী, ঠিক তখনই এক অন্য ঘটনা ঘটে গেল দেশটির বিহারের নালন্দা নামের ছোট্ট একটা গ্রামে। 

জানা গেছে, ওই গ্রামের কেউ ভোটই দেন নাই। কারণ একটাই। গ্রামে রাস্তা তৈরি হয়নি। সঙ্গে পর্যাপ্ত পানিরও অভাব আছে। 'রাস্তা হয়নি, ভোটও দেব না' পোস্টার লিখে ভোট বয়কট করে ওই গ্রামের বাসিন্দারা। 

গতকাল বুথের সামনে গিয়ে জটলা করে প্রতিবাদে মুখর হয়ে ওঠেন গ্রামবাসীরা। এমনকি গ্রামবাসীদের বিরুদ্ধে ইভিএম মেশিন ভেঙে দেওয়ারও অভিযোগ ওঠে। ব্লক ডেভেলপমেন্ট অফিসারের গাড়িও ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া যায়। পোলিং অফিসার গ্রামবাসীদের ভোট দেওয়ার জন্য তাদের আবেদন করতে থাকেন। কিন্তু গ্রামবাসীরাও নাছোড়বান্দা। ভোট তাঁরা দেবেন না। শেষ পর্যন্ত ভোট তারা দেননি। 

আর এরই মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় যখন ওই গ্রামবাসীদেরই একজন নালন্দার ২৯৯ নম্বর বুথে ঢুকে ভোট দিয়ে আসেন। দুই গোষ্ঠীর মধ্য রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায় সে সময়ে। 


বিডি-প্রতিদিন/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর