২০ মে, ২০১৯ ১৩:৩৪

বুথ ফেরত সমীক্ষায় দেব-মিমি-নুসরাতের জয়

অনলাইন ডেস্ক

বুথ ফেরত সমীক্ষায় দেব-মিমি-নুসরাতের জয়

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির দাবি ছিল এই রাজ্যে ৪২ আসনের মধ্যে সবকয়টি আসন পাবে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, বিজেপি সভাপতি অমিত শাহ বাংলায় ২৩ আসনে জয়ের লক্ষ্যমাত্রা রেখেছিলেন। অধিকাংশ বুথফেরত ফলাফল বলছে দুই দলের দাবিই আংশিক সত্যি হচ্ছে।

গতকাল রবিবার ভারতের লোকসভা নির্বাচনের শেষ পর্বের ভোটগ্রহণের পরই বিভিন্ন সংস্থার বুথ-ফেরত সমীক্ষার ফলাফল সামনে আসে। তার সব কটিতেই দেখা যায় তৃণমূল তার গতবারের ৩৪ টি আসন ধরে রাখতে পারছে না। বুথফেরত বিভিন্ন সমীক্ষা অনুযায়ী, তৃণমূল পেতে পারে ২৪টি আসন। বিজেপি ১৬ টি। কংগ্রেস গতবারের ৪টি আসন থেকে কমে ২টি আসন পেতে পারে। তবে বামদলগুলোকে এই সমীক্ষা একটি আসনও দেয়নি।‌ 

স্বাভাবিকভাবেই তৃণমূল শিবিরে হতাশা কাজ করছে এমন হিসাব সামনে আসার পর। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষে নির্বাচনে লড়াই করা শোবিজ তারকারা পেয়েছেন সুসংবাদ। চিত্রনায়ক দেব, চিত্রনায়িকা নুসরাত ও মিমি চক্রবর্তী এখন পর্যন্ত বুথফেরত সমীক্ষায় সম্ভাব্য জয়ীর তালিকায় রয়েছেন। এছাড়াও এই তালিকায় রয়েছেন মুনমুন সেন ও শতাব্দী রায়। 

 

বিডি-প্রতিদিন/তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর