৫ মে, ২০২১ ০১:১৬

পদ্মা সেতুর উদ্বোধনের দিনেই চালু হবে রেল সেতু: রেলমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর উদ্বোধনের দিনেই চালু হবে রেল সেতু: রেলমন্ত্রী

রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, পদ্মা সেতুর উদ্বোধনের দিনই চালু হবে রেল সেতু। মঙ্গলবার (৪ মে) বেলা ১২টায় মুন্সীগঞ্জের মাওয়া রেল স্টেশন ও ভায়াডাক্ট পরিদর্শন কালে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও জানান, ইতোমধ্যে রেল সেতুর মূল কাজের প্রায় ৪১ শতাংশ শেষ হয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের দিনই মুন্সীগঞ্জের মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলবে ট্রেন। মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত কাজের ৬৬ শতাংশ শেষ হয়েছে। মোট ৪টি রেল স্টেশনের বাকি কাজ খুব দ্রুত শেষ হবে। 

মাওয়া স্টেশন পরিদর্শন শেষে  রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন জাজিরার অংশ পরিদর্শনের উদ্দেশ্য রওনা হন। এসময় আরও উপস্থিত ছিলেন রেল সেতু প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন আহম্মেদ, রেলের ডিজি ডি এন মজুমদার সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর