৫ মে, ২০১৮ ১৬:৫১

ফের উন্মুক্ত হল ভিক্টোরিয়ান যুগের সেই গ্রিন হাউজ!

অনলাইন ডেস্ক

ফের উন্মুক্ত হল ভিক্টোরিয়ান যুগের সেই গ্রিন হাউজ!

কিউ গার্ডেন

রয়্যাল বোটানিক গার্ডেনস ইন কিউ বা সংক্ষেপে কিউ গার্ডেন। ইংল্যান্ডের রিচমন্ডে অবস্থিত এই নান্দনিক বাগানটি নির্মিত হয় ভিক্টোরিয়ান যুগে। দাবি করা হয়ে থাকে এটিই বিশ্বের সবচেয়ে বড় গ্রিন হাউজ। শতাব্দী প্রাচীন কাচের এ ভবনটি এখনো বহু মানুষের কাছে বিস্ময়।

১৮৫৯ সালে স্যার জোসেফ হুকার দক্ষিণ-পূর্ব লন্ডনের রিচমন্ডে নির্মাণ করেন। এরপর থেকে এটি প্রায়ই সংস্কার করা হলেও বেশি সময়ের জন্য বন্ধ ছিল না। তবে গত পাঁচ বছর আগে এটির সংস্কারকাজ শুরু হয়। পাঁচ বছর সময় নিয়ে সংস্কার করার পর শনিবার এটি ফের দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

শুধু এই গ্রিন হাউজটিই নয়, অসাধারণ সব গাছ ও ইতিহাসের পাতায় ঠাঁই করে নেয়া প্রাসাদ, ভবন ও নিদর্শন আছে এ পার্কে। বিশ্বের সবচে বড় ইনডোর গাছটিও এখানে। এমন অনেক গাছ এখানে আছে যা অন্য কোথাও আর সন্ধান মেলে না।

গ্রিন হাউজটিতে রয়েছে প্রায় ১০ হাজার গাছ। বিশ্বের নানা প্রান্ত থেকে বহু বছর ধরে এখানে নিয়ে আসা হয়েছে গাছগুলো।

এবার সংস্কার করার সময় গ্রিন হাউজটির ১৫ হাজার কাচ প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়া এতে ৫,২৮০ লিটার রং ব্যবহৃত হয়েছে। ৪০০ কর্মী ১,৭৩১ দিন ধরে এর সংস্কারে অক্লান্ত পরিশ্রম করেন। এতে ব্যয় হয়েছে প্রায় ৪১ মিলিয়ন পাউন্ড।

বিডি-প্রতিদিন/ ই-জাহান

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর