চীনের সিচুয়ান প্রদেশে সদ্য নির্মিত হংকং সেতু আংশিকভাবে ধসে পড়েছে। মঙ্গলবারের এই ঘটনার নাটকীয় ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে। এই সেতুটি কেন্দ্রীয় চীন থেকে তিব্বত পর্যন্ত সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কের অংশ ছিল।
চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই ধসের ফলে শত শত টন কংক্রিট নদীতে পড়েছে। পুরো এলাকায় ধুলোর ঘন আস্তরণ তৈরি হয়। ৭৬৮ মিটার দীর্ঘ সেতুটি উদ্বোধনের মাত্র কয়েক মাস পরই এই বিপর্যয়ের সম্মুখীন হলো।
স্থানীয় সরকার রয়টার্সকে জানিয়েছে, সোমবারই সেতুটির কিছু অংশে ফাটল এবং ভূমি স্থানান্তরের লক্ষণ নজরে আসার পর এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এই সতর্কতামূলক পদক্ষেপের কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খাড়া পার্বত্য অঞ্চলের ভূ-তাত্ত্বিক অস্থিরতাই এই ধসের মূল কারণ।
সিচুয়ান ডেইলির এক প্রতিবেদন অনুযায়ী, সোমবার বিকেল ৫টা ২৫ মিনিটে (স্থানীয় সময়) মালকাং শহরের হংকং সেতুর ডান তীরে একটি স্থানীয় পরিদর্শনের সময় সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করা হয়। এরপরই কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করে এবং জনগণকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জি৩১৭ জাতীয় মহাসড়কের কাছে ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেল ৩টার দিকে (স্থানীয় সময়)।
শুয়াংজিয়াংকু জলবিদ্যুৎ কেন্দ্র ও বাঁধের কাছে অবস্থিত এই সেতুটি গিরিখাতের মেঝে থেকে প্রায় ৬২৫ মিটার ওপরে দাঁড়িয়ে ছিল। সিচুয়ান এবং তিব্বত মালভূমির মধ্যে যোগাযোগ সহজ করতে এটি চলতি বছরের শুরুতে নির্মাণ কাজ শেষ করে এবং সেপ্টেম্বরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল।
বর্তমানে কর্তৃপক্ষ সেতুটি বন্ধ করে দিয়েছে এবং নকশা বা নির্মাণে কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে একটি ব্যাপক প্রযুক্তিগত তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/নাজমুল