তখন প্রায় মধ্যরাত। বিছানায় রাখা বন্দুক পরিষ্কার করছিলেন এক ব্যক্তি। ঠিক সেই সময় ঘরে ঢুকে আনন্দে লাফাতে থাকা তার পোষা কুকুর এমন এক কাণ্ড ঘটাল, যা শেষ পর্যন্ত মালিককে হাসপাতালে পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার শিলিংটনে ঘটে এই অদ্ভুত ঘটনা।
খবর অনুসারে, ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি নিজের শটগান পরিষ্কার করছিলেন। বন্দুকটি তখন বিছানায় রাখা ছিল। কিন্তু মুহূর্তে কুকুরটি উঠে পড়ে বিছানায় এবং তার পা বন্দুকের ট্রিগার অংশে চাপ লেগে গুলি ছুটে যায়। গুলি সরাসরি মালিকের পিঠে লাগে।
গুলিবিদ্ধ হওয়ার পর তিনি ফোন করে ছেলের কাছে সাহায্য চান। পুলিশ এসে তাকে সচেতন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে এবং উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে জানা যায়, তার অস্ত্রোপচার করা হয়েছে এবং আরও একটি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
পুলিশ জানায়, দুর্ঘটনাটি কীভাবে ঘটল—ট্রিগারে কুকুরের পা পড়ে নাকি বন্দুকের সেফটি বন্ধ ছিল—এ বিষয়ে এখনো তদন্ত চলছে।
এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রে এর আগেও ঘটেছে। এর আগে মেমফিসে এবং কয়েক বছর আগে ক্যানসাস ও আইওয়ায়তে পোষা কুকুরের পা লাগার কারণে এমন দুর্ঘটনা ঘটে।
বিডিপ্রতিদিন/কবিরুল