শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

দিব্য থেকে বঙ্গবন্ধু

রবিউল হুসাইন

দিব্য থেকে বঙ্গবন্ধু

আমাদের সবকিছু ছিল

ছিল না কোনো বিজয়

হাজার বছর অন্যের শাসনে

ছিল শুধু পরাজয়

 

সেই কৈবর্তরাজার দিব্য-কাহিনী জানি

যিনি মধ্যযুগের এক বাঙালি

তিনিই প্রথম পথ দেখিয়েছেন

ইতিহাস-উজ্জ্বল সোনালি

 

বাঙালির গর্ব বিজয়কীর্তি-পাথর

দিবর দিঘির দিবর খামে

আজো দাঁড়িয়ে মাথা উঁচিয়ে

পত্নীতলার দিবর গ্রামে

নওগাঁ থেকে পঁয়ত্রিশ মাইল

পাড়ি দিলেই দেখা যাবে

বাঙালির অমর ঐতিহ্য বিশাল

নয় কোনা বারো ফুট উঁচু কৈবর্তস্তম্ভে

 

একাদশ শতকে পাল রাজা মহীপাল

পরাস্ত হন দিব্য-কৈবর্ত দ্বারা

বাংলার তিনি প্রথম বিজয়ী

বাঙালি তাই হয়নি পথহারা

 

সেই পথ ধরে নয়শ’ বছর পরে

বঙ্গবন্ধুর রাজনীতি-প্রজ্ঞায়

বাংলাদেশের স্বাধীনতা অর্জন

আজ দৃশ্যমান অতিবাস্তবতায়

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর